শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: দক্ষিণবঙ্গের খুলনা বিভাগীয় শহরের অন্যতম জেলা সাতক্ষীরা, অভ্যন্তরীণ উপজেলাগুলোর পল্লীতে মেইন রোডে হালকা ও ভারী বৃষ্টিপাতে চরম জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অনুসন্ধান পূর্বক প্রকাশ, অধিকাংশ স্থানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায়, সাধারণ মানুষ পথচারী চাকুরী জীবি রাস্তায় থাকা ড্রাইভার গন, চরম ভোগান্তি ভোগ করে চলেছেন। শ্যামনগর উপজেলার উপকূলীয় বিশাল এলাকা জুড়ে পানি নিষ্কাশনের সংকট থাকায়, জলবদ্ধতায় এলাকাবাসী ভীষণ বিপদে রয়েছেন।
উপজেলার বুড়িগোয়ালিনী ক্ষতবিক্ষত দ্বীপ ইউনিয়ন গাবুরা হরিনগর সহ পার্শ্ববর্তী অধিকাংশ এলাকা পানিতে ডুবে আছে। স্থানীয় প্রতিনিধিগণ পানি নিষ্কাশনে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। ইউনিয়নের নীলডুমুর তথা টুঙ্গীপাড়া মহল্লার শতাধিক পরিবার এক রকম পানিবন্দি হয়ে আছে। এমতাবস্থায় পানি অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করা বাচ্চাদের জন্য চরম হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি বিবেচনা পূর্বক নিরসনের নিমিত্তে স্থানীয় প্রশাসন ও ইউ এন ও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ডুবন্ত প্রায় এলাকাবাসী।