শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলার অধিকাংশ এলাকা জুড়ে টানা বৃষ্টিতে চরম জলাবদ্ধতায়,ভোগান্তির শিকার সর্ব শ্রেণী পেশার মানুষ।পানি বন্দী হয়ে আছে শত পরিবার। অতিরিক্ত জনব্ধতা পানি নিরসনে নেই কোন সুষ্ঠু ব্যবস্থা।
কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে চলেছেন।অনুসন্ধানে উঠে এসেছে,শ্যামনগরের অধিকাংশ ইউনিয়নের মানুষ,তাদের বাচ্চারা অতি কষ্টে স্কুলে যাওয়া আসা করে আসছে।অনেক বাচ্চারা স্কুলে যাচ্ছে না।
স্থানীয় প্রশাসন যথাসাধ্য চেষ্টা করলেও জলবদ্ধতা নিরশনে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অভাবে শ্যামনগর জুড়ে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
জানা যায়,উপকূলীয় সুন্দরবন সংলগ্ন
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সামরিক এলাকা সংলগ্ন
নীলডুমুর টুঙ্গিপাড়া মহল্লার মানুষ।
একাধিক পরিবার অনেকটা পানিবন্দি হয়ে আছেন।স্থানীয় ইউপি সদস্য,ইউনিয়ন পরিষদ উদাসীন ভূমিকায় রয়েছেন। উপকূলীয় বৃহৎ জনগোষ্ঠীর অন্যতম এলাকা টুঙ্গীপাড়া মহল্লার শতাধিক পরিবারের বাচ্চারা অত্যন্ত হুমকির মুখে স্কুলে আসা-যাওয়া করে থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা শ্যামনগর ইউএনও মহোদয়ের কঠিন পদক্ষেপ প্রত্যাশা করেছেন এলাকাবাসী।