নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:ইসলামি আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আওতাধীন হাজির হাট থানা শাখার আয়োজনে,
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৯ রংপুর এক গংগাচড়া ও রংপুর সিটি কর্পোরেশন (১-৮ নং ওয়ার্ড) এলাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এটি এম গোলাম মোস্তফা বাবু ( Mostofa) ভাই জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন
এসময় উপস্থিত ছিলেন
আইএবি রংপুর জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন,
এইচ এম হাবিবুর রহমান( শিল্প ও বানিজ্য সম্পাদক রংপুর মহানগর) প্রমুখ।