রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোেগে আজ ২৩ জুলাই বুধবার রামগঞ্জ শহরস্থ মোহাম্মাদিয়া চাইনিজ রেস্টুরেন্টে উপজেলার ২ শতাধিক এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেওয়া হয়।এ সময় শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, মোটিভেশনাল বই ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি আব্দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিবির সেক্রেটারি আরমান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রামগঞ্জ পৌরসভা শিবির সভাপতি রাকিব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী,রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা শিবিরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।