ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জের পাউবোর অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর।
আজ বুধবার সকাল থেকে রামগঞ্জ আঙ্গারপাড়া মৌজার করই গাছতলা এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার গৌকুল চন্দ্র পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মোঃ মাঈন উদ্দিন জানান, ২০২৩ইং সনের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের লীজ নবায়ন করা ছিলো। কয়েক দশক আমরা এখানে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছি। আজ রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া এলাকার মাত্র ৫০টি দোকান উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড অভিযান চালাচ্ছে। আমার প্রশ্ন রামগঞ্জ অংশে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ (সড়ক) রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। পুরো সড়কের দুই পাশে রয়েছে শত শত স্থাপনা। শুধু কি আমাদের স্থাপনাগুলোই অবৈধ?
তবে বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করে নুর নবী রায়হান নামের একজন জানান, লীজ দিয়েছে অস্থায়ীভাবে কিন্তু লীজ পেয়ে গ্রহীতারা সেখানে স্থায়ী ইমারত নির্মাণ করেছেন। এটা তো ঠিক হয়নি। আমরা চাই সরকারি জমি দখলমুক্ত করা হোক এবং তা যেন স্বার্থান্বেসী মহল পূনরায় দখল করতে না পারে।
রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, সকাল থেকে রামগঞ্জ পৌর এলাকায় ৫০টি এবং পরবর্তীতে কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা এলাকায় ৬০টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

সিলেটে আবারও এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৬ (ছয়) জন গ্রেফতার

রামগঞ্জের পাউবোর অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০২:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর।
আজ বুধবার সকাল থেকে রামগঞ্জ আঙ্গারপাড়া মৌজার করই গাছতলা এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার গৌকুল চন্দ্র পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মোঃ মাঈন উদ্দিন জানান, ২০২৩ইং সনের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের লীজ নবায়ন করা ছিলো। কয়েক দশক আমরা এখানে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছি। আজ রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া এলাকার মাত্র ৫০টি দোকান উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ড অভিযান চালাচ্ছে। আমার প্রশ্ন রামগঞ্জ অংশে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ (সড়ক) রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। পুরো সড়কের দুই পাশে রয়েছে শত শত স্থাপনা। শুধু কি আমাদের স্থাপনাগুলোই অবৈধ?
তবে বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করে নুর নবী রায়হান নামের একজন জানান, লীজ দিয়েছে অস্থায়ীভাবে কিন্তু লীজ পেয়ে গ্রহীতারা সেখানে স্থায়ী ইমারত নির্মাণ করেছেন। এটা তো ঠিক হয়নি। আমরা চাই সরকারি জমি দখলমুক্ত করা হোক এবং তা যেন স্বার্থান্বেসী মহল পূনরায় দখল করতে না পারে।
রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, সকাল থেকে রামগঞ্জ পৌর এলাকায় ৫০টি এবং পরবর্তীতে কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা এলাকায় ৬০টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471