নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি ঃ-
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, অনিমেশ কুমার রায়, জুয়েল রানা, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, আবদুর সাফি, তন্বী দাস প্রমুখ।
সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী বলেন, ২০০৯ সালে সরকার অনুমতি দেওয়ার পর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়ে আসছে।
তিনি আরও বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে কিন্ডারগার্টেন ও সমমানা স্কুলকে বাদ দেওয়া হয়েছে। অথচ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত দেশের প্রায় ৫০ শতাংশ কোমলমতি শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করে। এসব স্কুলে সারাদেশে প্রায় ১২ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।
বক্তারা পরিপত্রটি প্রত্যাহার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেওয়ার দাবি জানান।
শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর নিকট দেওয়া হয়।
সরকারি প্রাথমকি বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত