মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
কৃষি সমস্যা ও সমাধান
সঠিক পরিমাণ পানি না দিলে ধানের ফলন আশানুরূপ হবে না। তাই ধাপ অনুযায়ী পানি ব্যবস্থাপনা জানা জরুরি।
চারা রোপণের সময়:
ছিপছিপে ১–১.৫ ইঞ্চি পানি থাকতে হবে।এর চেয়ে কম হলে রোপণে অসুবিধা হয়, বেশি হলে চারা হেলে পড়ে।চারা লাগানোর পরবর্তী ১০ দিন:
১.৫–২ ইঞ্চি পানি রাখুন।
এতে চারা মাটিতে স্থিরভাবে বসে যায় এবং দ্রুত বৃদ্ধি পায়।
১১ দিন পর থেকে থোড় আসা পর্যন্ত (৪০–৪৫ দিন):
১–১.৫ ইঞ্চি পানি যথেষ্ট।
মাঝে মাঝে হালকা শুকনো ফাটল দিতে পারলে শিকড় শক্ত হয় ও গাছ বেশি কষ্ট সহ্য করতে পারে।
থোড় আসা থেকে ফুল ফোটা পর্যন্ত:
২–৪ ইঞ্চি পানি রাখুন।
এই সময় পানি কম হলে দানার গঠন পুষ্ট হয় না, আর অতিরিক্ত পানি গাছ দুর্বল করে।
দুধ অবস্থায় (Milk stage):
১০–১৫ দিনের জন্য ১ ইঞ্চি পানি রাখা দরকার।
ধান পুষ্ট হওয়ার সময়:
১০ দিন পর্যন্ত জমিতে ৫–৭ সেমি পানি রাখা ভালো।
দানা শক্ত (Hard dough stage) বা ধান কাটার ১০–১২ দিন আগে:
ধীরে ধীরে জমির পানি বের করে দিতে হবে।