লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ সারা দেশব্যাপী জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ৩১ জুলাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের স্বনামধন্য লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুন জাগরনের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমেদ খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় শিশুদের মাঝে চিত্রাংকন, ছড়া কবিতা দেশাত্মবোধক গান,আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন জসি, সাধানণ সম্পাদক মোঃ কামাল হোসেন ভূঁইয়া, আনোয়ার হোসেন শান্তি, এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক,আনোয়ারা বেগম নাজমুন্নাহার, সালমা আক্তার,রুমানা আক্তার আরজু বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণ সম্পর্কে বক্তব্য প্রদান সহকারী শিক্ষক মোঃ মাসুদ হোসেন, প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমাদ খান,প্রধান অতিথি মোঃ মনির হোসেন জসী, আনোয়ার হোসেন শান্তি সহ প্রমূখ।