রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালটি এখন জলবদ্ধতায় ভাসছে। ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
(৩১ জুলাই) বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালে দৈনিক খোলা চোখের ক্যামেরায় ধরা পড়ে, নারুয়া ইউনিয়ন থেকে ছাগল নিয়ে আসা কিছু ভুক্তভোগী, খোলা চোখের ক্যামেরায় তাদের মনের কথা বলেন, ডাক্তার চিকিৎসা দিলেও অসুস্থ পশু নিয়ে, চরম ভোগান্তিতে আছি, না দেওয়া যাচ্ছে খাবার, না পাররছি, খাবার যোগাতে, আবার পশু অসুস্থ হলে, হাসপাতালে এনে দাঁড়ানোর জায়গা নেই, জলবদ্ধতায় ভাসছে প্রাণীসম্পদ হাসপাতালটি, নারুয়া ইউনিয়নের (প্রকল্প) নিয়োগপ্রাপ্ত এল, এস,পি- মোঃ আবু দাউদ বলেন, অতি বৃষ্টির কারনে পানি বের হতে পারছে না কারন, অতি বৃষ্টিতে চারপাশে পানি জমে আছে, বৃষ্টি কমলে পানি সরে যাবে, এরপর চিকিৎসা সেবা দিতে আর কোন সমস্যা হবে না।
রাজবাড়ীর বালিয়াকান্দি জলবদ্ধতায় ভাসছে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনাারি হাসপাতাল ।
-
আক্কাস আলী খান
- আপডেট সময় ০৩:০০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত