নীলফামারী জেলা প্রতিনিধি :নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। বুধবার (৩০ জুলাই) দুপুর ২ ঘটিকায় ডিমলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার এর যৌথ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ দোকান মালিককে মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ইসমাইল হার্ডওয়্যার স্টোর, স্বপ্নীল ট্রেডার্স, আফজাল ইলেকট্রনিক্স, মের্সাস সুমি সু স্টোর এবং ড্রেস কিং – এই পাঁচটি দোকানের মালিকদের প্রতিজনকে ২,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা এবং ভাই ভাই নেট কর্ণার এর মালিককে ৫,০০০ টাকাসহ মোট ১৫,০০০/- জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বলেন,”ব্যবসা পরিচালনায় নিয়ম-কানুন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।”
অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।