নেজাম উদ্দীন প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন তালিম প্রোগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে বসবে) এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাহারচড়া ইউনিয়ন বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, “কুরআন শিক্ষা কার্যক্রমে হামলা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।”
এসময় স্থানীয় শিবির নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ ধর্মীয় প্রোগ্রামে ছাত্রদলের এ ধরনের হামলা প্রমাণ করে তারা শিক্ষাঙ্গন ও সমাজে অরাজকতা ছড়াতে চায়।