আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাংগাইল মধুপুরে ৪ নং কুড়াগাছা ইউনিয়নের ৩ নং ওয়াডের গরম বাজারে মোহাম্মদ আলীর ৩০,-৭,২৫ ইং রোজ শনিবার বিকাল ৪ যটিকা যোগদান ও কর্মিসভা,কর্মীসভা যোগদান উপলক্ষে ৪ নংকুড়াগাছা ইউনিয়ন চাঁপাইদ মালিবাজার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্ রাখেন। মোহাম্মদ সাত্তার হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল মজিদ আকন্দ,সুমন মৃধা, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, এছাক আলী ও ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ। এ সময় আব্দুল মজিদ আকন্দ বললেন ৩০ তারিখে যোগদান অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড থেকে লোকজন নিয়ে যোগদান অনুষ্ঠান সফল করতে পারি এ আশা রাখি সকলের প্রতি।
মধুপুর গরম বাজারে যোগদান অনুষ্ঠান।
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত