রাজশাহীর মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মোহনপুর হিলফুল ফুজুল সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মতিন আহমেদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সেলিম রেজা সহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও আয়শা সিদ্দিকা’র দায়িত্বকালীন সময়ের প্রশংসা করেন এবং তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। এ সময় তাঁর আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।