মোঃ আরমান হোসেন বিপ্লব, বিরল পতিনিধি-
দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের শালবাগানে অটোচালককে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আজ ১৪ ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী। পরে ধর্মপুর ইউনিয়ন শালবনে যাওয়ার পর অটোরিকশা চালকে মারধর ও রক্তাক্ত করে রাস্তায় হত্যার চেষ্টা করে। আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০)।
দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুর ২:৩০ মিনিটে ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে শাল বনের ভিতর হতে স্থানীয়রা আটক করে ২ জনকে আটককৃতরা হলেন-দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার নাসিম খান এর ছেলে নভেল (৩০)।
আটককৃত দুই জনকে থানায় দিয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটো রিকশা চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।