শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাগরাকসা নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে সংঘঠিত এক হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছেলে আবু সাইদ চৌধুরী বাবু। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে জনৈক মামুনের দোকানের সামনে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভুক্তভোগীকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শেরপুর সদর থানাধীন নতুন বাসস্ট্যান্ডে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দা, চাপাতি, লাঠি ও লোহার রড ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিম কে নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে প্রথমে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। একপর্যায়ে ৫নং আসামি “খুন করিয়া ফেল” বলে নির্দেশ দিলে ১নং আসামি হাতে থাকা ধারালো দা দিয়ে ভুক্তভোগীর মাথায় কোপ মারেন। তিনি মাথা সরিয়ে নিতে সক্ষম হলেও কপালে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এরপর ২নং আসামি মাথার পেছনে আরেকটি কোপ দেন, তাতেও গভীর আঘাতপ্রাপ্ত হন তিনি।
এ সময় ৩ থেকে ৭নং আসামিরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে, যার ফলে আহতের শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও ব্যথাযুক্ত জখমের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে।
ঘটনার সময় আসামিরা প্রকাশ্যে হুমকি দেয় যে, সুযোগ পেলে পরবর্তীতে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা অজ্ঞাতনামা এক অটোরিকশা চালকের সহায়তায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, “ সন্ত্রাসীরা আমার ছেলে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হমলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শেরপুর সদর থানা সূত্রে জানা গেছে এই ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
শেরপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলায় আহত ১, হাসপাতালে চিকিৎসাধীন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৪:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- ৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত
























