রংপুর প্রতিনিধিঃ
লালমনিরহাট থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) একটি সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ২০২৫ সকাল ৮ টার দিকে সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে জনৈক মোঃ মশিউর রহমান (২২) এর বসতবাড়ীতে তল্লাশী পরিচালনা করে। শয়নকক্ষের খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ (ESKuf) এবং ৪.১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ মশিউর রহমান বিভিন্ন মাদকদ্রব্য যেমন ফেনসিডিল, এস্কাফ ও গাঁজা ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে এবং জব্দকৃত মাদকদ্রব্যকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর পক্ষ থেকে বলা হয়েছে, “‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রের সঙ্গে মিল রেখে, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হবে।”
নিজস্ব সংবাদ : 





















