মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ অক্টোবর) রাতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল মৌজায় অভিযান চালানো হয়। জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে এসআই মো. সফিকুল গনি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাফ্রিখাল এলাকার জনৈক মো. রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানের দক্ষিণ-পশ্চিম কোণে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, কে বা কারা উক্ত আগ্নেয়াস্ত্রটি সেখানে রেখেছে বা যার হেফাজতে ছিল, তা শনাক্তের জন্য ছায়া তদন্ত চলছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি থানার জিডি নম্বর ১৭৫৩, তারিখ ২৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ বলছে, তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব সংবাদ : 





















