মোঃ রমজান আলী, বিশেষ প্রতিনিধি- শেরপুর
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫” এর সমাপনী ও পুরস্কার বিতরণী এবং একই সঙ্গে জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৯ জুন, ২০২৫ তারিখ শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তারা, কৃষকদেরকে কৃষিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য সয়ংসম্পূর্ণ একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।