বগুড়ার ধুনটে বাস যাত্রীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী জয় শেখ সহ ৩ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এঘটনায় চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ১৪ জুন দুপুরে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় রাতেই জয়ের বাবা রুবেল আহমেদ বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্ত শেষে গত বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করেছে পুলিশ। তবে বাদির অভিযোগ আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছেনা পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন বহালগাছা গ্রামের রুবেল আহমেদের ছেলে ছাত্রদল কর্মী জয় ও একই গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল আলীম ও খলিল মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল ঈদের ছুটি শেষে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরছিলেন। এসময় মথুরাপুর বাজারে বাস কাউন্টারের সামনে এসে টিকিট কিনতে গিয়ে দেখে যাত্রীদের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করছে পিরহাটি গ্রামের সূর্য আলীর ছেলে পরিবহন শ্রমিক সোহেল রানা ও তার লোকজন। এসময় ছাত্রদল কর্মী জয়, আলীম ও উজ্জল চাঁদা দাবির প্রতিবাদ করলে একই গ্রামের নাজমুল, মিঠুন সাহা, মুকুল ও মধুপুর গ্রামের আব্দুস সালাম সহ আরও ৫/৭ জন মিলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় অন্য যাত্রীরা বাধা দিলে তাদের উপরও হামলা চালায় পরিবহন সিন্ডিকেটের লোকেরা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাতে ছাত্রদল কর্মী জয়ের বাবা বাদি হয়ে হামলাকারী পরিবহর শ্রমিকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত শেষে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা রেকর্ড করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, যাত্রীদের কাছে চাঁদা দাবির বিষয়ে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয় জানতে চাইলে ওসি বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরছে এটা সত্য নয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।