ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনতায় জনতার মিলনমেলা

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েতের ফাহাহিল সিটিতে অবস্থিত জনতা রেষ্টুরেন্টে যেন কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা। প্রতিদিন ভোর ছয় ঘটিকা থেকে রাত বারোটা পর্যন্ত বিরতিহীন সেবায় খাবার-দাবার জমজমাট আড্ডা চলে জনতা ভবনের দোতলায় অবস্থিত ফাহাহিল জনতা রেষ্টুরেন্টে। তুলনামূলক স্বল্পমূল্যে মুখরোচক সুস্বাদু স্বাস্থ্যকর খাবারের নানান সমারোহ আর পরিচ্ছন্ন পরিবেশে জনতা হোটেল এক আস্থার নাম হয়ে উঠেছে জনে জনে। বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ও আরবি খাবারের এক বিশ্বস্ত নাম জনতা রেষ্টুরেন্ট। ‘সবসময় ভালো তাজা খাবার- নাস্তাটা পাই বলেই আমরা আসি নিয়মিত’ বললেন ফাহাহিলবাসী মাইনুদ্দিন ভাই (কুয়েতের ফাহাহিলে অবস্থিত “হাই ক্লিন লন্ড্রির কর্ণধার)। সেখানে দেখা মেলে জনতা গ্রুপের এডমিন হেড জুয়েল, মাসুদ, মিজান আরো অনেকে। দিনরাত লেগে থাকে কাষ্টমারদের ভিড়। শুক্রবার সহ বিশেষ দিনগুলোতে বসার জায়গা পাওয়া যেন ভাগ্যের চাতক হরিণ। ভীড়ের কারণ উদঘাটনে, ‘আমরা সবসময় খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর’ বললেন জনতা রেষ্টুরেন্টের কর্ণধার আব্দুর রহমান। কুয়েতে রেষ্টুরেন্ট ব্যবসায় এক উজ্জ্বল নাম জনতা রেষ্টুরেন্ট। উল্লেখ্য প্রায় ১৭,৮১৮ বর্গকিলোমিটারের পারস্য উপসাগর বেষ্টিত নগর রাষ্ট্র কুয়েত। যার দূরত্ব উভয়ভাবে প্রায় ২০০/১৭০ কিলোমিটার। যেখানে পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রের মানুষের দেখা মেলে। নীল জলরাশির আরব সাগরের পাশ ছেয়ে নান্দনিক কুয়েত টাওয়ার যেন স্থাপত্যশিল্পের এক আধুনিক নান্দনিক নাম। কুয়েতের গুরুত্বপূর্ণ ফাহাহিল এলাকা আহমদী গভর্ণরটের অধীন যা ‘ফাহাহিল ফিশ মার্কেট’ নামে সুবিখ্যাত।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে-হেফাজতে ইসলাম।

জনতায় জনতার মিলনমেলা

আপডেট সময় ০৭:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েতের ফাহাহিল সিটিতে অবস্থিত জনতা রেষ্টুরেন্টে যেন কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা। প্রতিদিন ভোর ছয় ঘটিকা থেকে রাত বারোটা পর্যন্ত বিরতিহীন সেবায় খাবার-দাবার জমজমাট আড্ডা চলে জনতা ভবনের দোতলায় অবস্থিত ফাহাহিল জনতা রেষ্টুরেন্টে। তুলনামূলক স্বল্পমূল্যে মুখরোচক সুস্বাদু স্বাস্থ্যকর খাবারের নানান সমারোহ আর পরিচ্ছন্ন পরিবেশে জনতা হোটেল এক আস্থার নাম হয়ে উঠেছে জনে জনে। বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ও আরবি খাবারের এক বিশ্বস্ত নাম জনতা রেষ্টুরেন্ট। ‘সবসময় ভালো তাজা খাবার- নাস্তাটা পাই বলেই আমরা আসি নিয়মিত’ বললেন ফাহাহিলবাসী মাইনুদ্দিন ভাই (কুয়েতের ফাহাহিলে অবস্থিত “হাই ক্লিন লন্ড্রির কর্ণধার)। সেখানে দেখা মেলে জনতা গ্রুপের এডমিন হেড জুয়েল, মাসুদ, মিজান আরো অনেকে। দিনরাত লেগে থাকে কাষ্টমারদের ভিড়। শুক্রবার সহ বিশেষ দিনগুলোতে বসার জায়গা পাওয়া যেন ভাগ্যের চাতক হরিণ। ভীড়ের কারণ উদঘাটনে, ‘আমরা সবসময় খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর’ বললেন জনতা রেষ্টুরেন্টের কর্ণধার আব্দুর রহমান। কুয়েতে রেষ্টুরেন্ট ব্যবসায় এক উজ্জ্বল নাম জনতা রেষ্টুরেন্ট। উল্লেখ্য প্রায় ১৭,৮১৮ বর্গকিলোমিটারের পারস্য উপসাগর বেষ্টিত নগর রাষ্ট্র কুয়েত। যার দূরত্ব উভয়ভাবে প্রায় ২০০/১৭০ কিলোমিটার। যেখানে পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রের মানুষের দেখা মেলে। নীল জলরাশির আরব সাগরের পাশ ছেয়ে নান্দনিক কুয়েত টাওয়ার যেন স্থাপত্যশিল্পের এক আধুনিক নান্দনিক নাম। কুয়েতের গুরুত্বপূর্ণ ফাহাহিল এলাকা আহমদী গভর্ণরটের অধীন যা ‘ফাহাহিল ফিশ মার্কেট’ নামে সুবিখ্যাত।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471