নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুপতলা গ্রামের একটি দরিদ্র কৃষক ও দিনমজুর পরিবার আজ চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছে। এই পরিবারের তিন বছরের ছোট্ট শিশু মোঃ আরাফাত হোসেন এখন মৃত্যু আর জীবনের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে। তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।
ছোট্ট এই অবুঝ শিশু আরাফাতের বাবা শফিকুল ইসলাম একজন খেটে খাওয়া মানুষ। নিজস্ব কোনো ব্যবসা বা জমিজমা নেই। তিনি ঢাকায় বেসরকারি ফ্যাক্কটরীতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছেন।
সংসারে আছেন স্ত্রী মোছাঃ আলেমা বেগম ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবুঝ শিশুসন্তানসহ পাঁচসদস্য। আলেমা বেগম জানান, কিছুদিন আগে আরাফাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই জ্বর, দুর্বলতা ও শরীরে ব্যথা দেখা দিতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে আরাফাত ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে ভর্তি করাতে হবে। সেখানে বিশেষায়িত চিকিৎসা, নিয়মিত কেমোথেরাপি ও বিভিন্ন ব্যয়বহুল পরীক্ষা প্রয়োজন — যা দরিদ্র শফিকুল ইসলামের পক্ষে একেবারেই অসম্ভব।একটি শিশুর জীবন আজ ঝুঁকিতে।
আরাফাত ইসলামের মতো একটি নিষ্পাপ শিশুর জীবন আজ অর্থের অভাবে অনিশ্চয়তার মুখে। চোখে মুখে অসহ্য কষ্ট আর ক্যান্সারের ছাপ, তবু চোখে একটুখানি আশার ঝিলিক— যদি কোনো সহৃদয় মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়!
শুধু প্রয়োজন একটু মানবতা, একটু ভালোবাসা। হয়তো আপনার ১০, ৫০ কিংবা ১০০ টাকার সাহায্যেও বাঁচতে পারে এই শিশুটি। সময়মতো চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব আরাফাতকে।
আরাফাতের মা আলেমা বেগম চোখে জল নিয়ে বলেন, “আমার শিশু সন্তান আরাফাত তো এখনও ভালোভাবে কথাও বলতে পারে না। এতটুকু বয়সেই তার জীবনে এমন কঠিন রোগ আসবে ভাবতেও পারিনি। ডাক্তাররা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা দরকার, কিন্তু আমাদের পক্ষে সেই খরচ বহন করা অসম্ভব।”এই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারটি।
আপনার একটুখানি সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ, একটি মায়ের মুখে হাসি।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ
নামঃ- মোঃ শফিকুুল ইসলাম, গ্রাম:- কুপতলা,ওয়ার্ড নং -০১ গাইবান্ধা সদর,,গাইবান্ধা।বিকাশ/নগদ-০১৮৩৮-৭৭৪৮২৪,,,সোনালী ব্যাংক,পুরাতন বাজার শাখা,,গাইবান্ধার হিসাব নং-5113601016310
নিজস্ব সংবাদ : 

























