আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
মহাসড়কে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগি বোঝাই মিনি পিকআপ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়লুট করা মিনি পিকআপ উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আশুলিয়ার পলাশবাড়ী ও দুপুরে গোপালগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলনে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগিবোঝাই মিনি পিকআপ লাইটের আলো দিয়ে গতিরোধ করে। পরে গাড়ি তল্লাশির নামে মিনি পিকআপের চালক ও সহযোগীদের কসটেপ দিয়ে মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে। পরে ভোর রাতে মিনি পিকআপের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়। আর মুরগিবোঝাই পিকআপটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।
গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) মিনি পিকআপের মালিক মো. হাসানুজ্জামান অজ্ঞাত পরিচয় ১৩ থেকে ১৪ জনের নামে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে গত ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মো. জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে দুপুর সোয়া ১২টার সময় গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে লিমনের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া মিনি পিকআপটি রাত সোয়া ৯টার দিকে বরিশালের রুপাতলী থেকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, ‘গ্রেপ্তার হওয়া সানির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ৩টি, মানিকগঞ্জের সাটুরিয়া থানায় একটিসহ ৪টি মামলা ও লিমনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানা, ফরিদপুর কোতয়ালী থানা, ফরিদপুরের ভাংগা থানায় ২টিসহ ৪টি মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন ।
নিজস্ব সংবাদ : 

























