খুলনার পাইকগাছা সদরের সরকারি খাদ্য গুদাম থেকে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। সোমবার (২৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে চোর গুদামের ভেতর প্রবেশ করে লোহার ১১টি অ্যাঙ্গেল কেটে নেয়। চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রাখা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্য গুদামসহ একাধিকযায়গায় চুরি হলেও দুষ্কৃতিকারীরা ধরা পড়েনি। তবে এবার একজন ধরা পড়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, শুধু গুদাম না এলাকায় বারবার চুরির ঘটনায় প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দ্রুত কঠোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
পাইকগাছা খুলনা প্রতিনিধি 



























