ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়।
বেলা ৩টায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এক বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভক্ত ভাওয়াল বাড়ি গৌরনিতাই আশ্রম মন্দির থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। এতে সহস্রাধিক ভক্ত অংশগ্রহণ করেন। রথ টেনে, সঙ্গীত ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান, কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু তপন কান্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র, পূজা উদযাপন ফ্রন্ট ও রথযাত্রা কমিটির সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাস, সম্পাদক দীপক চন্দ্র দাস, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু নারায়ণ কর্মকার, সাংবাদিক নীল রতনসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।