ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‎আইনজীবী নিবন্ধন পরীক্ষায় জালিয়াতিতে ৩ জনের কারাদণ্ড, ৫৮ জন বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আইনজীবী নিবন্ধন (বার কাউন্সিল) পরীক্ষায় কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও অসাদুপায় অবলম্বনের দায়ে রাজশাহীর এক যুবকসহ দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন জীবন আলী সবুজ ওরফে কোরবান। তিনি রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের আব্দুল লতিফ শেখের পুত্র। কোরবান নিজেকে রাজশাহী জজ আদালতের শিক্ষানবিস আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় ঘুরাঘুরি করছিলেন বলে জানা গেছে।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন কথিত আইনজীবী জীবন আলী সবুজ ওরফে কোরবান। জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টায় মোবাইল ফোন রাখা ও নকল করার কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার এক সহযোগীকেও আটক করেন আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোরবান সহ অপরজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে কথিত আইনজীবী কোরবানের অপর দুই সহযোগীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
‎শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
‎এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বহিষ্কার ৫৮ জনকে বহিষ্কার ও কোরবান সহ তিন জনকে সাজা দেয়া হয়।
‎এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।
‎প্রসঙ্গত, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।
‎এ ঘটনায় বার কাউন্সিল কর্তৃপক্ষ ও আইন সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও জোরদারের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎আইনজীবী নিবন্ধন পরীক্ষায় জালিয়াতিতে ৩ জনের কারাদণ্ড, ৫৮ জন বহিষ্কার

আপডেট সময় ১০:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

আইনজীবী নিবন্ধন (বার কাউন্সিল) পরীক্ষায় কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও অসাদুপায় অবলম্বনের দায়ে রাজশাহীর এক যুবকসহ দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন জীবন আলী সবুজ ওরফে কোরবান। তিনি রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের আব্দুল লতিফ শেখের পুত্র। কোরবান নিজেকে রাজশাহী জজ আদালতের শিক্ষানবিস আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় ঘুরাঘুরি করছিলেন বলে জানা গেছে।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন কথিত আইনজীবী জীবন আলী সবুজ ওরফে কোরবান। জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টায় মোবাইল ফোন রাখা ও নকল করার কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার এক সহযোগীকেও আটক করেন আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোরবান সহ অপরজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে কথিত আইনজীবী কোরবানের অপর দুই সহযোগীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
‎শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
‎এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বহিষ্কার ৫৮ জনকে বহিষ্কার ও কোরবান সহ তিন জনকে সাজা দেয়া হয়।
‎এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।
‎প্রসঙ্গত, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।
‎এ ঘটনায় বার কাউন্সিল কর্তৃপক্ষ ও আইন সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও জোরদারের আশ্বাস দিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471