ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় একদিনে তিনটি সন্ত্রাসী ঘটনা, চরম আতঙ্কে এলাকাবাসী

সাভারের আশুলিয়ায় একদিনে ঘটে গেছে তিনটি ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। দিনের শুরুতেই নিরিবিলি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর দুপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। রাতে আবারও সন্ত্রাসীদের হামলায় আহত হন চার যুবক। এসব ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রথম ঘটনায়, সোমবার সকালে আশুলিয়ার নবীনগর সোনালী ব্যাংক পিএলসি সাভার ক্যান্টনমেন্ট শাখা থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করেন কুয়েত প্রবাসী লিটন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বিউটি। ব্যাংক থেকে খেজুরটেকে নিজ বাসায় ফেরার পথে অটোরিকশায় করে যাওয়ার সময় নিরিবিলি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে ওই টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় প্রবাসীর স্বামী লিটন মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

দ্বিতীয় ঘটনায়, দুপুরে আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকার এম এস গলির জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখ-এর রুম থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। অভিযানে তাকে আটক করা হয়েছে।

তৃতীয় ঘটনায়, গভীর রাতে জামগড়া এলাকায় চার যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “এসব ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ট্যাগস :
সর্বাধিক পঠিত

সাতক্ষীরা তালার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান।

আশুলিয়ায় একদিনে তিনটি সন্ত্রাসী ঘটনা, চরম আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ০৮:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

সাভারের আশুলিয়ায় একদিনে ঘটে গেছে তিনটি ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। দিনের শুরুতেই নিরিবিলি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর দুপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। রাতে আবারও সন্ত্রাসীদের হামলায় আহত হন চার যুবক। এসব ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রথম ঘটনায়, সোমবার সকালে আশুলিয়ার নবীনগর সোনালী ব্যাংক পিএলসি সাভার ক্যান্টনমেন্ট শাখা থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করেন কুয়েত প্রবাসী লিটন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বিউটি। ব্যাংক থেকে খেজুরটেকে নিজ বাসায় ফেরার পথে অটোরিকশায় করে যাওয়ার সময় নিরিবিলি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে ওই টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় প্রবাসীর স্বামী লিটন মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

দ্বিতীয় ঘটনায়, দুপুরে আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকার এম এস গলির জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখ-এর রুম থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। অভিযানে তাকে আটক করা হয়েছে।

তৃতীয় ঘটনায়, গভীর রাতে জামগড়া এলাকায় চার যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “এসব ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471