ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির তালগাছ কেটে বাবুই পাখি হ ত্যার ঘটনায় মোবারক আলী গ্রেপ্তার

 

ঝালকাঠির পূর্ব গুয়াটন এলাকায় বাবুই পাখির শতাধিক বাসা ও ডিমসহ একটি তালগাছ কেটে ফেলার ঘটনায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত মোবারক আলী (৫৫)। মঙ্গলবার বিকেলে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে।

স্থানীয়রা জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ এ তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি মোবারক আলী গাছটি বিক্রি করে দিলে, গাছ কাটার সময় শতাধিক বাসা, ডিম ও ছানা ধ্বংস হয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা ডিবি পুলিশের একটি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে মোবারক আলীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ওসি জানান, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোবারক আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, বাবুই পাখি একটি নিরীহ ও শিল্পীমন পাখি হিসেবে পরিচিত, যারা সূক্ষ্ম কারিগরী দক্ষতায় বাসা তৈরি করে। এদের আশ্রয়স্থল ধ্বংস করায় পরিবেশবাদী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগও তদন্তে নেমেছে বলে জানা গেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির তালগাছ কেটে বাবুই পাখি হ ত্যার ঘটনায় মোবারক আলী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

ঝালকাঠির পূর্ব গুয়াটন এলাকায় বাবুই পাখির শতাধিক বাসা ও ডিমসহ একটি তালগাছ কেটে ফেলার ঘটনায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত মোবারক আলী (৫৫)। মঙ্গলবার বিকেলে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে।

স্থানীয়রা জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ এ তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি মোবারক আলী গাছটি বিক্রি করে দিলে, গাছ কাটার সময় শতাধিক বাসা, ডিম ও ছানা ধ্বংস হয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা ডিবি পুলিশের একটি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে মোবারক আলীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ওসি জানান, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোবারক আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, বাবুই পাখি একটি নিরীহ ও শিল্পীমন পাখি হিসেবে পরিচিত, যারা সূক্ষ্ম কারিগরী দক্ষতায় বাসা তৈরি করে। এদের আশ্রয়স্থল ধ্বংস করায় পরিবেশবাদী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগও তদন্তে নেমেছে বলে জানা গেছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471