জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া শেরপুরের গৌরবময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সবুজ ও শহীদ সৌরভের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং শহীদদের কবর জিয়ারত করেছেন।
শনিবার ৫ জুলাই শহীদদের গ্রামের বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
সাক্ষাতে ইঞ্জি. লিখন মিয়া বলেন, “শহীদ সবুজ ও শহীদ সৌরভ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। জাতীয় নাগরিক পার্টি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী তান্না ইসলাম, সদস্য প্রভাষক আরিফ সাফফারী, মো. মাজহারুল ইসলাম মেহেদী, আব্দুল মান্নান মাস্টার, আশরাফুল ইসলাম মোহন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কামরুল ইসলাম ও ইঞ্জি. গুলজার ইসলাম প্রমুখ।
শহীদ পরিবারের সদস্যরা এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, শহীদদের স্মৃতি রক্ষায় এবং পরিবারের পাশে থাকার এই উদ্যোগ তাদের অনুপ্রাণিত করবে।