বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ডুবারচর বাজারে “মতবিনিময় ও আলোচনা সভা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শেরপুর জেলা যুবদলের সভাপতি, নবগঠিত জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সদর-১ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শফিকুল ইসলাম মাসুদ।
সভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য মঙ্গলবার (৮ জুলাই) ১ নং কামারের চর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ১ নং কামারের চর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সোলাইমান কবির বিপ্লব। এতে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: এস.এম রাশেদুজ্জামান রিপন, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: ইমরান হোসেন বাবু, সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: লোকমান হোসেন, শেরপুর সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম বুলবুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো: ফারুক মিয়া, জিয়া মঞ্চ শেরপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব মোর্শেদ (আতিক), শেরপুর সদর থানা মৎস্যজীবী দলের দপ্তর সম্পাদক মো: মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক মো: লাল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ডুবারচর বাজারের সভাটি সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।