বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে নৃশংস হত্যাকাণ্ড এবং সারাদেশে ঘটে চলা সকল ধরনের বর্বরোচিত হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন-
সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
সানজিদ উদ্দীন শাওন, যুগ্ম আহ্বায়ক
রায়হান উদ্দীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব
মোহাম্মদ জোনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক
রাসেল বিন জালাল, যুগ্ম সংগঠক
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
> “সারাদেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে এসব হত্যার বিচার নিশ্চিত করবে এবং জনমনে শান্তি ফিরিয়ে আনবে। এ ধরনের বর্বরতা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”
তারা আরও বলেন,
> “আমাদের আজকের কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। মিছিলে আমরা কোনো রাজনৈতিক স্লোগান দেইনি। শুধুমাত্র মানবিক কারণে এই প্রতিবাদ জানিয়েছি।”
বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেন।