চাঁদপুর জেলা প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলার সফরমালীর দু’দশকের গরুর হাট হঠাৎ বন্ধ করে দিলো প্রশাসন। চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গরুর হাট সফরমালী যেখানে প্রতি সোমবার ভোর থেকে শুরু হতো গরুর ডাক,হকারদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতার গুঞ্জন। সেই হাট হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল প্রশাসনের কড়া পদক্ষেপে।
১৪ জুলাই সোমবার দুপুরে এ হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রশাসনের নির্দেশ অমান্য করায় হাট বন্ধে নেয়া হয় কঠোর ব্যবস্থা।
জানা যায়, সাবেক এমপি মরহুম হারুনুর রশিদের ছেলেরা নিজেদের জমিতে কোনো প্রকার ইজারা ছাড়াই বহু বছর ধরে এ হাট বসিয়ে আসছিলেন। আগেও একাধিকবার প্রশাসন হাট বন্ধের উদ্যোগ নিলেও মালিকপক্ষ হাইকোর্টে রিট করে স্থিতাবস্থা আদায় করতে সক্ষম হয়েছিল। কিন্তু অবশেষে দু’দশকের পর সেই স্থিতাবস্থা ভেঙে গেল, হাটের মাঠে নেমে এলো প্রশাসনের সিলমোহর।
অভিযানের দিন হাটে নেমেছিল অদ্ভুত এক অস্থিরতা। ব্যাপারীরা তড়িঘড়ি করে গরু গুটিয়ে ফিরছিলেন, হাটের চারপাশে ছড়িয়ে পড়েছিল ধুলোর ঝড় আর ফিসফিসানি,এ হাট কি আর ফিরবে? প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাটটি সম্পন্নভাবে বন্ধ থাকবে।
চাঁদপুরে দশকের গরুর হাট হঠাৎ বন্ধ করে দিলো প্রশাসন
-
মোঃ সোহরাব হোসেন
- আপডেট সময় ০৪:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত