ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে ময়মনসিংহ বন বিভাগ। ১৬ জুলাই বুধবার দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্বরে ওই অনুদানের চেক প্রদান করা হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩টি পরিবারকে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।
এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব সহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বালিজুরী কর্মকর্তা মো.সুমন মিয়া তার বক্তব্যে বলেন, “মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে, বন্য হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান মালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে আসছে। বন্য হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে, তা যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে।
সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহবান করেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

দিনাজপুর সুইহা্রীতে দাবা খেলা অনুষ্ঠিত।

শেরপুর শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

আপডেট সময় ০৮:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে ময়মনসিংহ বন বিভাগ। ১৬ জুলাই বুধবার দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্বরে ওই অনুদানের চেক প্রদান করা হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩টি পরিবারকে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।
এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব সহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বালিজুরী কর্মকর্তা মো.সুমন মিয়া তার বক্তব্যে বলেন, “মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে, বন্য হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান মালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে আসছে। বন্য হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে, তা যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে।
সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহবান করেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471