যশোর জেলা প্রতিনিধিঃ
শার্শা গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি ভাইের ছোট ভাই আতাউর রহমান আতা র সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের যুগ্ন – আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব (ইমদাদুল হক ইমদাদ)।
০৩ আগস্ট- রবিবার সন্ধ্যায়
দিঘিরপাড় হাই- রাস্তা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর যুবদলের যগ্ন- আহ্বায়ক – জনি হায়দার. আশরাফুল আলম মির্জা।
বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু.
জিয়ারুল রহমান. সোহাগ. যুবনেতা- শাহিন.জুয়েল.নজরুল ইসলাম. মুক্তার মল্লিক. রুবেল গোলাম. মানিক. ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ. সদস্য সোহাগ. রায়হান. বেনাপোল পৌর ছাএ দলের সিনিয়ার যগ্ন- আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন. যগ্ন- আহ্বায়ক – আতিকুল জামান সনি. যগ্ন- আহ্বায়ক তুহিন হোসেন সদস্য মহাসিন. শাওন. মাসুম বিল্লাহ. সহ বিভিন্ন পর্যায়ের
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলে আতাউর রহমান আতা র দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।