মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধি
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’—এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের স্বাধীনতার প্রতীক সাদাছড়ি। সরকার সেন্সরসম্বলিত আধুনিক সাদাছড়ি বিতরণের উদ্যোগ নিয়েছে, যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা আরও নিরাপদে চলাচল করতে পারেন। সমাজসেবা অধিদফতর প্রতিবন্ধীদের জন্য ভাতা, শিক্ষা সহায়তা ও ঋণ সুবিধা দিয়ে আসছে। যারা এখনো ভাতার আওতায় আসেননি, তাদের সমাজসেবা অফিসের ওয়েবসাইটে আবেদন করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, “প্রতিবন্ধীরাও দেশের সম্পদ। দেশের উন্নয়নে এই বৃহৎ জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে।” কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়াতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
ডেপুটি সিভিল সার্জন **ডা. মো. রুহুল আমিন বলেন, সরকার রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ অব্যাহত রেখেছে। চোখে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঞ জানান, রংপুর অঞ্চলে প্রায় ৮০ হাজার প্রতিবন্ধী এখন ভাতার আওতায় এসেছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে আধুনিক সাদাছড়ি বিতরণ করা হয়। এতে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।