শহীদ জিয়ার আদর্শের সৈনিক রুরাল পলিটিক্সের মনোহরগঞ্জবাসীর আস্থা প্রবাসী এমডি সুমন স্থানীয় একটি দাতব্য জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। ফ্যাসিস্ট হাসিনার গুম খুনের বলি গত ১৭ বছরে জনগণ সাম্য- ন্যায়বিচার বঞ্চিত হয়ে ভোটাধিকার পর্যন্ত খুইয়ে ছিল, যোগ করেন স্থানীয় ইউনিয়ন যুবদলের কান্ডারী সুমন। বর্তমান বিপ্লবী প্রফেসর ইউনুসের ইন্টেরিম গর্ভমেন্ট একটি সুস্থ উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক স্বচ্চ একটি নির্বাচন উপহার দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদীয়মান এ নেতা। উল্লেখ্য যে, তিনি রাজনীতিকে সেবার মানদণ্ডে নিয়ে যেতে চান তাইতো পরোপকার সামাজিক ন্যায়বিচার ও মানবতায় ইউনিয়নের প্রিয় নাম প্রবাসী শিল্পপতি এমডি সুমন, কুয়েত প্রবাসী সুমন পোলো লন্ড্রি ও সফট লন্ড্রি নামে কুয়েতে অবস্থিত দুটি নামকরা প্রতিষ্ঠানের কর্ণধার।
—
জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে চাঁদাবাজমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর – এমডি সুমন
-
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
- আপডেট সময় ০২:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ২৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত