🟢 জেলা প্রতিনিধি
শেরপুরে তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক জিয়ার প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো:এনামুল হক বিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মাসুদ,মোঃ আবু রায়হান রুপন,মোঃ কামরুল হাসান,জেলা বিএনপির সদস্য ও: শিপন চেয়ারম্যান, মো: হাসানুর রেজা জিয়া,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুব-বিষয়ক সম্পাদক মো: শিমুল মিয়া, জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল হাসান মিলন ও মোঃ দুখু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, শহর শাখার সভাপতি মোঃ বাবু চৌধুরী,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর চৌধুরী, জিসাসের জেলা সভাপতি মোঃ এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই প্রাণ খোলে আল্লাহর দরবারে দোয়া করবো।”
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারেক জিয়ার প্রজন্ম দলের জেলার সকল থানা ও শহর শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।