ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারের মানবিক সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

‎এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)
‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া বাজারে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাকাকুড়া বাজারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমিহীন পরিবারের পক্ষে মোশারফ হোসেন। ‎‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বাকাকুড়া গ্রামের ভূমিহীন পরিবার। প্রায় ৫০ বছর ধরে এ জায়গায় বসবাস করে আসছি। প্রশাসন হঠাৎ উচ্ছেদের নোটিশ করেই দমনমূলক পদক্ষেপ নিয়ে আমাদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। ফলে আমরা নারী-শিশুসহ প্রায় ৩৫-৪০ জন সদস্য এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছি। ‎তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের আগের জায়গায় থাকার অনুমতি প্রদান করতে হবে অথবা ভূমির লিজ বা মালিকানা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা প্রদানের অনুরোধ করেন।
‎‎সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলো দাবি করেন, প্রশাসন যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে তারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অনশনে বসতে বাধ্য হবেন। ‎এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, উচ্ছেদ হওয়া পরিবারগুলো দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছিল। নিয়ম অনুযায়ী তাদের উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছিল, তবে নির্ধারিত সময়ে স্থাপনা সরানো হয়নি বলে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। ‎তিনি আরও বলেন, জনগণের সেবা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে সেখানে নতুন ভূমি অফিস নির্মাণ করা হবে। তবে ভুক্তভোগী পরিবারগুলো যদি পুনর্বাসনের জন্য আবেদন করে, তাহলে সরকারিভাবে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাঁশখালী সরকারি আলাওল কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

ঝিনাইগাতীতে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারের মানবিক সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

‎এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)
‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া বাজারে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাকাকুড়া বাজারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমিহীন পরিবারের পক্ষে মোশারফ হোসেন। ‎‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বাকাকুড়া গ্রামের ভূমিহীন পরিবার। প্রায় ৫০ বছর ধরে এ জায়গায় বসবাস করে আসছি। প্রশাসন হঠাৎ উচ্ছেদের নোটিশ করেই দমনমূলক পদক্ষেপ নিয়ে আমাদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। ফলে আমরা নারী-শিশুসহ প্রায় ৩৫-৪০ জন সদস্য এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছি। ‎তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের আগের জায়গায় থাকার অনুমতি প্রদান করতে হবে অথবা ভূমির লিজ বা মালিকানা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা প্রদানের অনুরোধ করেন।
‎‎সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলো দাবি করেন, প্রশাসন যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে তারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অনশনে বসতে বাধ্য হবেন। ‎এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, উচ্ছেদ হওয়া পরিবারগুলো দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছিল। নিয়ম অনুযায়ী তাদের উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছিল, তবে নির্ধারিত সময়ে স্থাপনা সরানো হয়নি বলে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। ‎তিনি আরও বলেন, জনগণের সেবা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে সেখানে নতুন ভূমি অফিস নির্মাণ করা হবে। তবে ভুক্তভোগী পরিবারগুলো যদি পুনর্বাসনের জন্য আবেদন করে, তাহলে সরকারিভাবে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471