মো: বিলাল উদ্দিন।
সিলেট প্রতিনিধি ॥
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
গত বুধবার (২০ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মদিনা মার্কেট নর্থ ইস্ট সিএনজি পাম্প সংলগ্ন গলির মুখে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় তারা জুয়া খেলায় মত্ত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১) এমদাদ মিয়া (২৩), পিতা ফজল মিয়া, সাং কুশিয়া খাগাউড়া, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ। বর্তমানে শ্রাবণী আবাসিক এলাকা, পাঠানটুলা, থানা কোতোয়ালী, সিলেট।
২) রাব্বি আহমদ (২০), পিতা কোরবান আলী, সাং আখালিয়া নোয়াপাড়া, থানা জালালাবাদ, সিলেট।
৩) আঃ রাজ্জাক (৫২), পিতা মৃত বাতির আলী, সাং শাহপুর তালুকদারপাড়া, থানা জালালাবাদ, সিলেট।
৪) কামরান আহমদ (২৩), পিতা আলম মিয়া, সাং বাহাদুরপুর টিকরপাড়া, থানা বিয়ানীবাজার, সিলেট। বর্তমানে শ্রাবণী আবাসিক এলাকা, পাঠানটুলা, কোতোয়ালী, সিলেট।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৩৩২/২০২৫, তাং-২১/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-এসএমপি অ্যাক্ট ৯৫ এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়।