শেরপুর জেলা প্রতিনিধি ॥
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও আগামীকাল শুক্রবার (১২ নভেম্বর) তৃণমূলের সমাবেশকে সফল করার লক্ষ্যে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মামুন অর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নিয়ামুল হাসান আনন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: সাইদুল ইসলাম সানি, যুগ্ম-আহ্বায়ক মো: কামরুজ্জামান মনি, মো: জাহিদুল ইসলাম জিহান, মো: তোফায়েল আহমেদ শামীম, মো: হযরত নোমান নয়ন, মো: সবুজ আহাম্মেদ, মো: রাকিবুল হাসান লিখন, মো: আজিম মিয়া, জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়কগণ।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মামুন অর রশিদ মামুন বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীকালকের তৃণমূল সমাবেশে আমাদের নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করবে। এই সমাবেশের মাধ্যমে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।”
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নিয়ামুল হাসান আনন্দ বলেন—
“আমরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। এই সমাবেশের মাধ্যমে আমরা জানান দিবো শেরপুর জেলা সেচ্ছাসেবক দল কতটা সু-সংগঠিত ও শক্তিশালী। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন আমাদের সংগঠনের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।”
সভায় বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবে।