শেরপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর পৌর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব আব্দুর রহিম হাওলাদার সেতু। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হচ্ছে ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার সংগঠন। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সভাপতিত্ব করেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মামুনুর রশিদ মামুন। কর্মীসভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নিয়ামুল হাসান আনন্দ।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দসহ পৌর স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নতুন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মীসভা শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অতিথিবৃন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।