শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ওষুধের দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এসময় কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হলে তিন দোকানিকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মান্নাফ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, ঝিনাইগাতী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেরপুর পুলিশ লাইনের সদস্যরা। সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঝিনাইগাতীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মিসিতে জরিমানা
-
এম,শাহজাহান, ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা
- আপডেট সময় ০১:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত