জন পৌল সরেন , ফটো সাংবাদিক , রাজশাহী বিভাগ
আজ বিকেল চারটায় রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন দরগাডাঙ্গা বাজারে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ এর অর্থায়নে ও এনএনজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন) নামক বেসরকারি উন্নয়ন মুলক সংস্থা আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন পরগনা ফিলিপ হেমব্রম, মোঃ নুর আলম
নির্বাহী পরিচালক শাহীন একাডেমি, দরগাডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
মোঃ রবিউল ইসলাম, এনএজিআর সংস্থার প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমরম, আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ম্যানেজার মারকুস মুর্মু প্রমুখ। এবারের মুল প্রতিপাদ্য ছিল ” একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য এখনই কাজ শুরু করুন” । অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা -বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার প্রতি আহ্বান জানান ও বলেন যে , শান্তি কেবল যুদ্ধ বা সংঘাতের অনুপস্থিতি নয়। শান্তি হলো সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার একটি অবস্থা। এটি হলো এমন একটি পৃথিবী, যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠতে পারে, প্রতিটি মানুষ তাদের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে বিকশিত করতে পারে, এবং প্রতিটি জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে গর্ব করতে পারে। আলোচনা সভায় দরগাডাঙ্গা বাজার এলাকার আশেপাশের পাঁচটি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Harmonizing Santali, Mahali, Pahari Minority And Bengali Community Relations Through Peacebuilding(HSMPMBCR) প্রকল্পের সুপারভাইজার বেনজামিন মুরমু।
তানোরে এনজিআর সংস্থার বিশ্ব শান্তি দিবস উদযাপন
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- ৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত