১০ জুন ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদরাসায় এক অনাড়ম্বর “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী ডাঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি, চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদপুর ওলামা জোনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস মাখন, পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মকবুল আহমেদ, ৮ নং বাগাদি ইউনিয়ন আমির মাওলানা বেলায়েত হোসেন খান।
৮ নং বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির সকল সমস্যার সমাধান নিশ্চিত হবে। এজন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে সম্পৃক্ত হওয়া দরকার। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদমুক্ত নির্বাচন। এনির্বাচনে জনগন তাদের দীর্ঘ প্রতিক্ষার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হলে জনগনের সকল অধিকার নিশ্চিত হবে।