ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৩ জুন ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর উদ্যোগে আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, ঢাকা জেলা উত্তর-এর সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক আল মামুন নোমান, আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরাম সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন জনপ্রিয় ছাত্রনেতার উপর এমন বর্বর হামলা আসলেই মেনে নেওয়া যায় না।
বক্তারা অবিলম্বে হামলার বিচার দাবি করেন এবং একইসাথে দেশব্যাপী সকল ছাত্রকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নুরুল হক নুরের উপর হামলার ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।