কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কটিয়াদী উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনামুল হক। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন মতিউর রহমান, এনায়েত উল্লাহ, ফারদিন খান রাব্বি ও হারিছুর রহমান মিঠুন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আস্ক আলী, মো. আবুল কাশেম, আবদুল্লাহ আল রুমান, নাজিউর রহমান, আশরাফুল ইসলাম, আনিফা জান্নাত আলেয়া, সৈয়দ নূরে আরদীন, আবদুল্লাহ আল ফাহাদ, রঞ্জন খাঁ, ফারদিন হাসান সীমান্ত, আলমাস উদ্দীন, মো. রবিউল আওয়াল, মাহবুবুর রহমান, শাখাওয়াত হোসেন রাসেল, মো. ইয়াসিন, মো. সজিব, মো. চন্দন মিয়া, ফয়সাল আহম্মেদ, সারোয়ার জাহান সাম্মির, অজয় ঘোষ, আনোয়ার হোসেন আনু, মো. আবুল কাসেম ও ইসমাঈল হোসেন।
কমিটি আগামী তিন (০৩) মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।