অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সকলের উচিত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মানুষকে সচেতন করা। যে জায়গায় দুর্নীতি, অসঙ্গতি আছে সব জায়গায় যুব সমাজ এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করে রুখে দাঁড়াতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে এ কাজের সাথে যুক্ত করতে হবে। সংগঠনকে একটি আন্তর্জাতিক রূপ দিতে হলে এর কর্মগুলো অনেক বেশি গতিশীল করতে হবে। তিনি আরো বলেন- একটি রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হলে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী। তিনি সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের দেশটা মন্ডলীর সদস্য মাওলানা মোঃ নিজাম উদ্দিন। তিনি বলেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে দুর্নীতি কখনো বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একমাত্র উপায় । এতে আরো উপস্থিত ছিলেন
সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ নুরুল বারী সহ আরো নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত
-
মোহাম্মদ মনিরুল ইসলাম মীরসরাই প্রতিনিধি
- আপডেট সময় ০৪:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত