ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় শুরু হলো জাতীয় ফল মেলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। মেলাটি চলবে আজ শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বলেন, “এই মেলায় বিলুপ্তপ্রায় দেশীয় ফল ছাড়াও বাণিজ্যিকভাবে উৎপাদিত আধুনিক জাতের ফল প্রদর্শিত হচ্ছে। এতে কৃষক ও ভোক্তারা ফল চাষ সম্পর্কে অবহিত হতে পারবেন এবং দেশীয় ফল উৎপাদনে আগ্রহী হবেন।”

উপজেলা কৃষি অফিসের আয়োজিত এই মেলায় আম, জাম, কাঁঠালসহ দেশি-বিদেশি ও উচ্চফলনশীল প্রায় ৩০টি ফল প্রদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান বলেন, “এই মেলার মাধ্যমে কৃষক এবং তরুণ উদ্যোক্তারা উৎসাহিত হবেন। ইতোমধ্যে উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে অনেকেই ফল চাষে এগিয়ে এসেছেন।”

মেলাতে অংশ নেওয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কৃষক আবদুল মালেক বলেন, “আমি তিন বছর ধরে লিচু ও পেয়ারার চাষ করছি। এই মেলায় এসে নতুন জাতের আম ও ড্রাগন ফল দেখে আগ্রহ বেড়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আগামী মৌসুম থেকে আমি নতুন ফলের চাষ শুরু করবো।”

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফল চাষে জনসচেতনতা ও আগ্রহ বাড়াতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভালুকায় শুরু হলো জাতীয় ফল মেলা

আপডেট সময় ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। মেলাটি চলবে আজ শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বলেন, “এই মেলায় বিলুপ্তপ্রায় দেশীয় ফল ছাড়াও বাণিজ্যিকভাবে উৎপাদিত আধুনিক জাতের ফল প্রদর্শিত হচ্ছে। এতে কৃষক ও ভোক্তারা ফল চাষ সম্পর্কে অবহিত হতে পারবেন এবং দেশীয় ফল উৎপাদনে আগ্রহী হবেন।”

উপজেলা কৃষি অফিসের আয়োজিত এই মেলায় আম, জাম, কাঁঠালসহ দেশি-বিদেশি ও উচ্চফলনশীল প্রায় ৩০টি ফল প্রদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান বলেন, “এই মেলার মাধ্যমে কৃষক এবং তরুণ উদ্যোক্তারা উৎসাহিত হবেন। ইতোমধ্যে উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে অনেকেই ফল চাষে এগিয়ে এসেছেন।”

মেলাতে অংশ নেওয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কৃষক আবদুল মালেক বলেন, “আমি তিন বছর ধরে লিচু ও পেয়ারার চাষ করছি। এই মেলায় এসে নতুন জাতের আম ও ড্রাগন ফল দেখে আগ্রহ বেড়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আগামী মৌসুম থেকে আমি নতুন ফলের চাষ শুরু করবো।”

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফল চাষে জনসচেতনতা ও আগ্রহ বাড়াতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471