পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
শনিবার (২১ জুন) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম।
এর আগের দিন (১৩ জুন) ডোমনপুকুর কামিল মাষ্টার্স মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লবসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম বলেন,পরিবেশ সুরক্ষায় ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়নে ছাত্রশিবির সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ।
কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেন,আজকের একটি গাছ ভবিষ্যতের জন্য আশার আলো। পরিবেশ সচেতন নাগরিক গড়তে আমাদের সবাইকে এই উদ্যোগে যুক্ত হতে হবে।
জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, এ বছর বগুড়া জেলা পূর্ব শাখার ৬টি উপজেলায় মোট ৬ হাজারের অধিক গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।
ছাত্রশিবিরের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মাঝেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।