ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সেবন করার অপরাধে মারুফ হোসেন(২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান এ দন্ডাদেশ দেন। মারুফ গাজীপুর সদর উপজেলার চান্দনা নগপাড়া গ্রামের নুরজামানের ছেলে। তিনি উপজেলার মালঞ্চা গ্রামে তার আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের প্রাণি সম্পদ অফিসের সামনে রেল লাইন এলাকা থেকে মারুফকে আটক করে পুলিশ। আটককালে তার কাছে এক পুড়িয়া গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাঁজা সেবনের কথা স্বীকার করে মারুফ। গাঁজা সেবন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাস বিনাশ্রম জেল দেওয় হয়।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান গাঁজা খাওয়া অপরাধে এক মাদক সেবীর তিন মাস বিনাশ্রম কারাদণ্ড হয়েছে রবিবার দুপুরে তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়।
পীরগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কারাদন্ড
-
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় ০২:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ৪২ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত