চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মানারুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের একটি বাগানে আম কুড়াতে যায় ১০ বছরের এক শিশু। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন সাব্বির হোসেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এ সময় থানা পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
-
আবু রাইহান, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
- আপডেট সময় ১০:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত